৬৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন করলো কানাডা মোহাম্মদ আলী বোখারী, সিএনএমজি নিউজ
টরন্টো, ১৬ মার্চ – আজ সকালে অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষেত্রে দ্য ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইম্যুনাইজেশন (এনএসিআই) তাদের আগের দেয়া সুপারিশ অর্থাৎ ৬৫ বছর নিচের নিয়মটি পরিবর্তন করে ৬৫ বছর উপরের বয়সীদের জন্য অনুমোদন করেছে। সেই ঘোষণা সংবাদ সম্মেলনে স্বয়ং স্বাস্থ্য মন্ত্রী প্যাটি হাজডু এবং উদ্ভাবণ, বিজ্ঞান ও শিল্প মন্ত্রী ফ্রাসোয়া-ফিলিপ শ্যাম্পেইনের উপস্থিতিতে জানিয়েছেন কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. টেরেজা ট্যাম ও উপ স্বাস্থ্য প্রধান ডা. হাওয়ার্ড ন্যূজু। (more…)