টরন্টো, এপ্রিল ১: গতকাল টরন্টোর নর্থ ইয়র্কে ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কর্তৃক ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে স্যানফির জন্য ৯২৫ মিলিয়ন ডলারের এক আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এতে কানাডার তিন পর্যায়ের সরকার যুক্ত থাকছে। সেক্ষেত্রে কানাডার ফেডারেল সরকারের ৪১৫ মিলিয়ন ডলারের পাশাপাশি অন্টারিও সরকার ৫৫ মিলিয়ন ডলার এবং স্যানফি নিজে ৪৫৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। এছাড়া স্যানফি কানাডায় গবেষণা ও উন্নয়ন খাতে বছরে ৭৯ মিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে। ফলে উচ্চমাত্রার ১,২২৫টি দক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করাসহ কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপে স্যানফির উচ্চমাত্রার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হিসেবে সুপরিচিত ‘ফ্লুজোন’-এর অতিরিক্ত চাহিদা পূরণ করা যাবে। →
Toronto, April 1: An official announcement was made yesterday for Sanofi for the production of vaccines by a French pharmaceutical company in North York, Toronto, for $925 million. →