সংবাদ বিজ্ঞপ্তি
টরন্টো, পিল এবং উত্তর বে–প্যারি সাউন্ড জনস্বাস্থ্য অঞ্চলসমূহ কোভিড–১৯ মোকবেলায় সুসংহত অবকাঠামোয় ফিরছে
মার্চ ৫, ২০২১
ওই অবকাঠামোয় আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে অগ্রসরমান
টরন্টো – জনস্বাস্থ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শক্রমে অন্টারিও সরকার টরন্টো, পিল এবং নর্থ বে প্যারি সাউন্ড জেলা জনস্বাস্থ্য অঞ্চলগুলোকে অবরুদ্ধতাকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে কোভিড-১৯ মোকাবেলায় সংশোধিত ও সুসংসহত অবকাঠামোয় রূপান্তর করেছে, যাতে অন্টারিওকে নিরাপদ রাখা যায়, যেখানে ওই “অবকাঠামোয়”, উন্মুক্ততার পাশাপাশি ঘরে আবদ্ধ থাকার নির্দেশ কার্যকর হবে না। উপরন্তু, তাতে আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে ধাবিত। এ সকল সিদ্ধান্ত জনস্বাস্থ্যে নিয়োজিত স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে এবং জনস্বাস্থ্যের সূচক ও স্থানীয় প্রেক্ষাপট এবং শর্তগুলোর সর্বশেষ প্রবণতার দিক বিবেচনায় নেয়া হয়েছে। →