Toronto, Peel and North Bay-Parry Sound Public Health Regions Returning to Strengthened COVID-19 Response Framework

সংবাদ বিজ্ঞপ্তি

টরন্টো, পিল এবং উত্তর বেপ্যারি সাউন্ড জনস্বাস্থ্য অঞ্চলসমূহ কোভিড১৯ মোকবেলায় সুসংহত অবকাঠামোয় ফিরছে

মার্চ ৫, ২০২১

ওই অবকাঠামোয় আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে অগ্রসরমান

টরন্টো – জনস্বাস্থ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শক্রমে অন্টারিও সরকার টরন্টো, পিল এবং নর্থ বে প্যারি সাউন্ড জেলা জনস্বাস্থ্য অঞ্চলগুলোকে অবরুদ্ধতাকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে কোভিড-১৯ মোকাবেলায় সংশোধিত ও সুসংসহত অবকাঠামোয় রূপান্তর করেছে, যাতে অন্টারিওকে নিরাপদ রাখা যায়, যেখানে ওই “অবকাঠামোয়”, উন্মুক্ততার পাশাপাশি ঘরে আবদ্ধ থাকার নির্দেশ কার্যকর হবে না। উপরন্তু,  তাতে আরও সাতটি জনস্বাস্থ্য অঞ্চল নতুন স্তরে ধাবিত। এ সকল সিদ্ধান্ত জনস্বাস্থ্যে নিয়োজিত স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে  এবং জনস্বাস্থ্যের সূচক ও স্থানীয় প্রেক্ষাপট এবং শর্তগুলোর সর্বশেষ প্রবণতার দিক বিবেচনায় নেয়া হয়েছে।

“আমাদের সরকার এই অবকাঠামোয় ফিরতে একটি নিরাপদ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং আমাদের অগ্রগতির কারণে প্রদেশের সব অঞ্চল শীঘ্রই প্রদেশব্যাপি অবরুদ্ধের বাইরে ফিরবে, বলে জানান উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন ইলিয়ট। “এই ইতিবাচক পদক্ষেপের পরেও অবকাঠামোয় ফেরা স্বাভাবিকের মতো হবে না। আমরা আরও অন্টারিওবাসীদের টিকা দেয়ার কাজটি চালিয়ে যাওয়ায় প্রত্যেকের পক্ষে জনস্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ এবং যতটা সম্ভব অবিরত নিজের এবং প্রিয়জন ও সমাজের সুরক্ষায় ঘরে থাকবেন।”

এতে মূল সূচকগুলোর প্রবণতায় একটি সাধারণ উন্নতির ভিত্তিতে উত্তর বে প্যারি সাউন্ড জেলা রেড-কন্ট্রোল স্তরের অবকাঠামোয় ফিরবে। টরন্টো জনস্বাস্থ্য এবং পিল জনস্বাস্থ্যের অগ্রগতি সাধিত হয়েছে, তবে তাদের আক্রান্তের হার এখনও বেশি থাকায় তারা গ্রে-লকডাউন স্তরে অবকাঠামোয় ফিরবে।

পাশাপাশি, সর্বশেষ প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে সাতটি জনস্বাস্থ্য অঞ্চল অবকাঠামোর সন্নিবেশিত স্তরে ফিরবে:

লালনিয়ন্ত্রিত

  • পিটারবোরো জনস্বাস্থ্য;
  • জনস্বাস্থ্য সাডবারি ও জেলা; এবং
  • সিমকো-মুসকোকা জেলা স্বাস্থ্য ইউনিট।

কমলাসীমাবদ্ধ

  • হালদিমন্ড-নরফোক স্বাস্থ্য ইউনিট; এবং
  • টিমস্কিমিং স্বাস্থ্য ইউনিট।

 

হলুদসুরক্ষিত

  • হালিবার্টন, কোয়ার্থা, পাইন রিজ জেলা স্বাস্থ্য ইউনিট; এবং
  • রেনফ্রু কাউন্টি এবং জেলা স্বাস্থ্য ইউনিট।

 

এ সকল পরিবর্তন সোমবার, ৮ মার্চ, ২০২১ সকাল ১২:০১ থেকে কার্যকর হবে। অনুগ্রহ করে জনস্বাস্থ্য অঞ্চলের শ্রেণিবিন্যাসপূর্ণ তালিকার জন্য অনলাইনে দেখুন: Ontario.ca/covidresponse

এতে সর্বশেষ মডেলিংয়ের উপাত্তের ভিত্তিতে, জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ অনুসরণে অন্টারিবাসীর প্রদেশব্যাপি নতুন আক্রান্ত, মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সংখ্যা লাঘব করছে। তবে কোভিড-১৯ এর উদ্বেগ অব্যাহত থাকায় অনাগত সপ্তাহগুলোতে প্রদেশব্যাপী প্রত্যেকের অবিরত প্রচেষ্টায় এ অবধি যে অগ্রগতি সাধিত হয়েছে, তা অব্যাহত রাখা দুস্কর হবে।

“যদিও সব অঞ্চল অবকাঠামোয় ফিরেছে, তবু সংক্রমণের বিস্তার রোধে সহায়তায় প্রত্যেককে অবশ্যই সজাগ থাকতে হবে,” বলে জানান স্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ড. ডেভিড উইলিয়ামস। “ভাইরাস ও নানাবিধ ভেরিয়্যান্টজনিত উদ্বেগ থেকে সর্বাধিক প্রতিরক্ষা হচ্ছে ঘরে অবস্থান নেয়া, সামাজিক জমায়েত এড়িয়ে চলা এবং শুধুমাত্র প্রয়োজনীয় কারণে নিজ সমাজের বাইরে যাওয়া এবং আপনার বাড়ীর বা যাদের সঙ্গে আপনি বসবাস করেন তাদের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ সীমাবদ্ধ রাখুন।”

তবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনস্বাস্থ্য ও অন্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ, তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং অন্টারিওবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয়, অপরিহার্য ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারকে পরামর্শ প্রদান অব্যাহত রাখবেন।

এক নজরে ঘটনাবলী

  • আপনার অঞ্চলের জন্য প্রযোজ্য স্তর এবং কর্মক্ষেত্রে কী ধরণের জনস্বাস্থ্য সুরক্ষা বিধি রয়েছে, তা অনুসন্ধান করুন।
  • ২৩ শে ফেব্রুয়ারি থেকে ২২ শে মার্চ, ২০২১ অবধি উত্তর বে প্যারি সাউন্ড জেলায় আক্রান্তের সংখ্যা প্রতি ১০,০০০ জনে ৮৪.৬ শতাংশ থেকে কমে ৩.১ শতাংশ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ১ থেকে কমে ০ দাঁড়িয়েছে।
  • টরন্টো জনস্বাস্থ্যের ক্ষেত্রে সংক্রমণ হার প্রতি ১ লাখে ৬৬.৪ শতাংশ থেকে কমে ১৫.৭ শতাংশ দাঁড়িয়েছে এবং হাসপাতালে ভর্তির হার ১১.২ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে পিল জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতি ১ লাখে সংক্রমণ ৬.৬ শতাংশ হারে বৃদ্ধি দাঁড়িয়েছে ৯১.৪ শতাংশ। তবে পিল অঞ্চলে নিবিড় পরিচর্যায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ২৬ থেকে ১৯-এ নেমে এসেছে।
  • কোভিড-১৯ এর বিস্তাররোধে এবং স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষায় সহায়তার জন্য প্রত্যেককে ঘরে থাকার এবং একই সঙ্গে শুধুমাত্র প্রয়োজনীয় কারণ ছাড়া ঘরের বাইরে ও অন্য অঞ্চলে ভ্রমণ সীমাবদ্ধ রাখতে এবং তাদের ঘরের বাইরের লোকের সঙ্গে একত্রিত না হবার জন্য আহ্বান জানানো যাচ্ছে। তদুপরি, সীমিত ব্যতিক্রমের সঙ্গে বাড়ীর (অভ্যন্তর ও বাইরে উভয় ক্ষেত্রে) পরিবারের অংশ নয় এমন ব্যক্তি থেকে দুই মিটার দূরত্বে মুখের আচ্ছাদন ব্যবহার করা অপরিহার্য।
  • মহামারীর এই সংক্রমণের ক্ষেত্রে নতুন ভেরিয়্যান্টের ফলে সৃষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে অন্টারিও একটি ‘জরুরি সুবিধা’র ভিত্তিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ সাপেক্ষে অবিলম্বে একটি অঞ্চলকে সংক্রমণরোধে গ্রে-লকডাউনে স্থানান্তরের অনুমতি দিয়েছে।
  • জনস্বাস্থ্য সংশ্লিষ্ট স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা স্বাস্থ্য সুরক্ষা ও প্রচার আইনের অধীনে অনুচ্ছেদ ২২ ঘোষণা জারির ক্ষমতাটি অব্যাহত রাখা হয়েছে এবং পৌরসভাগুলো সমাজের সুনির্দিষ্ট সংক্রমণ ঝুঁকির উপবিধি প্রণয়ন করতে পারবে।
  • জরুরি আদেশ ও.রেগ. ৮/২১ (কোভিড-১৯ সংক্রান্ত আইন প্রয়োগ) এবং ও.রেগ. ৫৫/২১ (বৃদ্ধাশ্রমের জন্য অনুসরণীয় নির্দেশ) বর্তমানে জরুরি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা আইনের (ইএমসিপিএ) অধীনে ২০২১ সালের ২২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হবে। জরুরি আদেশগুলো ও.রেগ ১১/২১ (স্টে-অ্যাট-হোম অর্ডার), ও.রেগ. ৮৯/২১ (স্টে-এ-হোম অর্ডার টরন্টো পাবলিক হেলথ), ও.রেগ. ৬/২১ (স্টে-এ-হোম অর্ডার নর্থ বে প্যারি সাউন্ড জেলা), ও.রেগ. ৭৩/২১ (স্টে-এ-হোম অর্ডার পিল জনস্বাস্থ্য) এবং ও.রেগ. ১৩/২১ (আবাসিক উচ্ছেদ)-এর মেয়াদ ৮ মার্চ, ২০২১ এর পর আর কার্যকর থাকবে না।

অতিরিক্ত তথ্যাবলী

  • থান্ডার বে জেলা স্বাস্থ্য ইউনিট এবং সিমকো-মুসকোকা জেলা স্বাস্থ্য ইউনিটের জরুরি সুবিধা অন্টারিও প্রবর্তন করেছে।
  • সঠিক তথ্যের জন্য অনলাইনে অনুসন্ধান করুন, কোভিড-১৯: সাপোর্ট ফর পিপল, যেখাানে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং সহযোগিতা বিষয়ক তথ্য রয়েছে।
  • আপনার যদি কোভিড-১৯ উপসর্গ দেখা দেয় অথবা আপনি যদি আপনার স্থানীয় জনস্বাস্থ্য ইউনিট কিংবা কোভিড অ্যালার্ট অ্যাপ কর্তৃক সংক্রমণের আভাস পান, তা হলে নিকটস্থ পরীক্ষণ কেন্দ্রের অনুসন্ধানে অনলাইনে ভিজিট করুন: অন্টারিও.সিএ/কোভিডটেস্ট।
  • সর্বশেষ প্রদেশব্যাপি কোভিড-১৯ টিকার তথ্য ও উপাত্ত অনলাইনে জানতে অনুসন্ধান করুন: কোভিড-১৯ ভেক্সিন ওয়েব পেজ।
  • জনগোষ্ঠিকে জীবাণু থেকে অব্যাহত সুরক্ষায় অন্টারিও প্রদেশ যা করছে, তার বিস্তারিত সরকারি ওয়েবসাইটে ভিজিট করুন।

 

যোগাযোগ

অন্টারিও স্বাস্থ্য মন্ত্রণালয়

http://ontario.ca/health